ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ লক্ষীপুর : বৃহস্পতিবার তিনদিনের বরাকে সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এদিন প্রথমে তিনি শিলঘাটে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন। কিন্তু, শিলান্যাস সভায় পৌঁছার রাস্তা বেহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ।
মঙ্গলবার মঞ্চের প্রদেশ কমিটির উপসভাপতি মৌলানা এমএম হানিফ লস্কর সংস্থার কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন।
ফিরে এসে তিনি জানান, সভাস্থলে যাওয়ার রাস্তাটি পায়ে হাঁটারও উপযুক্ত নয়।
এই পরিস্থিতির জন্য তিনি পূর্ত বিভাগকে দায়ী করেন। হানিফ অভিযোগ করে বলেন, অনেক আগে থেকেই এই অনুষ্ঠান স্থির করা হয়েছে।
তারপরও কেন পূর্ত বিভাগ এই রাস্তাটির সংস্কার করেনি?
বুধবার দুপুর বারোটার মধ্যে সভাস্থলে যাওয়ার রাস্তা সংস্কার করা না হলে মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর হুমকি দেন।
হানিফ আরো বলেন, বহু প্রতীক্ষিত এই সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে এলাকার মানুষ দাবি জানিয়ে আসছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের যথেষ্ট অবদান রয়েছে বলেও তুষামোদ করতেও কসুর করেননি হানিফ। মুখ্যমন্ত্রীর হাত ধরে যেহেতু এই শুভকাজের সূচনা হবে তাই রাস্তা যাতে কোন ব্যাঘাত না ঘটায় এর জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে দাবী জানান তিনি।