নিউজ ডেক্স, গণআওয়াজ : জেলা শাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শনিবার রিভিউ মিটিং চলাকালীন সময়ে এই উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে কাছাড় জেলা কংগ্রেস।
প্লেকার্ড হাতে নিয়ে কংগ্রেস কর্মকর্তারা বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী বারবার বরাক সফরে এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শহর ও শহরতলীর রাস্তাঘাটের বেহাল দশায় যেখানে জন দুর্ভোগ চরমে, সেখানে মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে ছলনা করছেন।
তাঁর প্রশ্ন, দুর্গা পূজার আগে রাস্তা ঘাটের সংস্কার হলে পূজোর পর কি আবার সড়কগুলোকে বিসর্জন দেওয়া হবে?
মানুষের দুর্গতি ও ভোগান্তি কবে শেষ হবে মুখ্যমন্ত্রীকে জবাবদিহী করেছে কংগ্রেস।
অভিজিৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর বৈষম্যমূলক আচরণে বরাকের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এদিকে, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরার মূখ্য কোরিডোর, বদরপুর-জোয়াই সড়কেও জনগণকে নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে।
বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সমালোচনায় মুখরিত ছিলেন কংগ্রেস কর্মকর্তারা। বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার, রাস্তাঘাটের সংস্কার, মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিসহ নতুন নতুন প্রকল্প ঘোষণা না করে পুরোনো প্রকল্পগুলো বাস্তবায়নের দাবী জানিয়েছেন জেলা কংগ্রেস।