ধর্মনগর প্রতিনিধি : সাংবাদিকদের উপর আক্রমণের প্রায় এগারো দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন।
প্রশাসনের এই ব্যর্থতায় ক্ষুব্ধ ধর্মনগরের সাংবাদিকরা।
আজ ক্ষুব্ধ সাংবাদিকরা উত্তর জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে কেন আজ পর্যন্ত সাংবাদিকদের উপর আক্রমণকারীদের গ্রেফতার করা হয়নি চানতে চান।
উল্লেখ্য, গত ১৪ই আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলের সামনে বিশৃঙ্খল ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা।
সাংবাদিকদের মোবাইলও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।
এই ঘটনার পর আক্রমণকারীদের নাম ঠিকানা সহ ধর্মনগর থানায় মামলা করা হলেও পুলিশ আজ পর্যন্ত এব্যাপারে কোন উদ্যোগ নেয়নি।
তাই বাধ্য হয়ে ধর্মনগরের সাংবাদিকরা শনিবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানান।
সাংবাদিকরা জানিয়েছেন শীঘ্রই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে। পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেছেন।