শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : বিপদজনক অবস্থায় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত চেরাগী জিপির ৭৯৪ নং কমলপুর প্রাথমিক বিদ্যালয়।
যেকোন সময় ওই বিদ্যালয় পড়তে পারে ভয়াবহ সর্বনাশের মুখে, প্রাণ কেড়ে নিতে পারে অনেক নিষ্পাপ শিশুর।
অনেকবার এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েও কোন প্রতিকার হয়নি। অবশেষে বিদ্যালয়ের সম্মুখে প্রতিবাদ সাব্যস্থ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা।
গ্ৰামবাসিরা সংবাদ মাধ্যমের ক্যামেরার সম্মুখে নিজেদের গ্ৰামের একমাত্র বিদ্যালয়টির দুর্দশার কথা তুলে ধরেন।
তাঁরা বলেন, স্কুলের পাশেই রয়েছে একটি ছড়া। প্রবল বৃষ্টির মরশুমে ওই ছড়ার জল রুদ্র রূপ ধারণ করে।
আগে এভাবে ছিল না। কিন্তু যতদিন যাচ্ছে ধীরে ধীরে ছড়ার পাড় ভেঙে বিদ্যালয়ের দেয়ালের সামনে এসে দাঁড়াচ্ছে।
এতে যেকোন সময় ছড়ায় তলিয়ে যেতে পারে বিদ্যালয়। বলেন, কখনো কখনো বিপদসীমার উপরে বয়ে যায় সেই ছড়ার জল।
স্কুল পড়ুয়া কচিকাঁচারা স্কুলের পাশে থাকা ওই ছড়ার পাশ দিয়েই অনেক সময় বের হয়। এরমধ্যে ছড়া বিদ্যালয়টিকে গ্রাস করে নিতে হাঁ করে চেয়ে আছে।
কখন যে গ্রাস করে কে জানে?
এমন পরিস্থিতি হয়েছে যেকোনো সময় বড় কোন অঘটন ঘটে যেতে পারে। শুধু তাই নয় ছড়ারপার ভেঙে স্কুলের দেয়াল ও খসে এর চেয়েও আরো বড় মাপের অঘটন ঘটাতে পারে।
যদিও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকেও ওই স্থান দেখানো হয়েছিলো, কিন্তু এখন পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য সরকারি কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে বিধায়কের প্রতি আস্থা রেখে এখনও সঠিক ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। পাশাপাশি রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং করিমগঞ্জের জেলা শাসকেরও হস্তক্ষেপ দাবি করেছেন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা।