সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : ইউজিসি নীতির পরিপন্থী অসঙ্গতিপূর্ণ পদোন্নতির প্রতিবাদে এবং অন্যান্য দাবী আদায়ে শিক্ষক দিবস বর্জন করল এসিটিএ রবীন্দ্রসদন কলেজ ইউনিট।
রবীন্দ্রসদন কলেজের শিক্ষক সংস্থার সম্পাদক ড০ দীপন ঘোষ বলেন, সরকার সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে একটিই ডিউ ডেট নির্ধারণ করেছে যা ইউজিসি নীতির পরিপন্থী।
এছাড়াও, এনপিএস বাতিল করে পুনরায় ওপিএস চালু করা, পিএইচডি ইনক্রিমেন্টের ব্যবস্থা করা, সময় মত ফিক্সেশন করা, মিউচ্যুয়াল বদলীর ব্যবস্থা চালু করার দাবী জানান।
এদিন দাবী সম্বলিত স্মারক পত্র স্বাক্ষর করে অসমের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ই-মেল করা হয়।
প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিটিএ-র রবীন্দ্রসদন কলেজ ইউনিটের সভানেত্রী অধ্যাপিকা শ্রাবণী দাস সহ অন্যান্যরা।