হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : মহারাষ্ট্রের শিবসেনা সিন্ধে বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় ঘোষণা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জিভ কাটলেই ১১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।
তার এই বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কংগ্রেস মহারাষ্ট্রের শিবসেনা সিন্ধে বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে।
আসমের প্রতিটি জেলায়ও আছড়ে পড়েছে কংগ্রেসের এই প্রতিবাদের ডেউ।
বুধবার হাইলাকান্দি জেলা কংগ্রেস শিবসেনা সিন্ধে বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের কুশপুত্তলিকা দাহ করেছে।
হাইলাকান্দি শহরের এন রোডে মহারাষ্ট্রের শিবসেনা সিন্ধে বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের কুশপুত্তলিকা দাহ করে উত্তাল প্রতিবাদ জানিছে হাইলাকান্দি জেলা কংগ্রেস।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এধরনের অপমান সূচক মন্তব্য দেশের গণতন্ত্রের উপর হুমকি।
বিজেপি এবং শিবসেনার সাংসদ-বিধায়কদের মুখে এধরনের কথাবার্তা শুনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি এবং শিবসেনা ধর্মের ভিত্তিতে জাতীগত হিংসা ছড়িয়ে দিয়েছে, এর বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস সরব হয়েছে।
আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে বলে ঘোষণা করেন তিনি। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সাধারণ সম্পাদক মিতুজজামান লস্কর, বাহারুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা।