নিউজ ডেক্স গণআওয়াজ : দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ৬৯ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, চতুর্থীতে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণধিশানন্দ মহারাজ।
থাকবেন রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী ও কনাদ পুরকায়স্থ।
এবছর দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড সার্বজনীন দুর্গাপূজায় থাকবে পুজো মণ্ডপ এবং প্রতিমাতে বিশেষ আকর্ষণ।
মহালয়া থেকে নবমী পর্যন্ত ৭দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিমা এবং প্যান্ডেল থাকবে গোল্ডেন। ১৫ লক্ষ টাকার বাজেটে তৈরি হচ্ছে এই পুজো মন্ডপ।
প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের উজ্জ্বল প্রামানিক এবং মণ্ডপ শয্যায় আছেন গোপাল সূত্রধর। লাইটিং এ আছেন বিপুল নাথ। চতুর্থীর দিনে অরুন কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে দুই শতাধিক গরীব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হবে।