করিমগঞ্জ প্রতিনিধি, গণআওয়াজ : কদিনের কাঠফাটা রোদ আর গরমের যুগলবন্দী শেষে শনিবার দুপুরে নামে ঝড়-বৃষ্টি।
এতে জনমনে কিছুটা স্বস্তি এলেও ঝড়ের তাণ্ডবে একাধিক এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।
এমনকি করিমগঞ্জ শহরের নির্মীয়মান একটি পুজো প্যান্ডেল ঝড়ের থাবায় ভেঙে পড়ে।
করিমগঞ্জের নীলমণি রোডের ৪৭ বছরের পুরোনো শতভীষা ক্লাবের পুজো প্যান্ডেল গত দেড় মাস থেকে তৈরি হচ্ছে।
কিন্তু শনিবারের ঝড়ের থাবায় সেটা একেবারে ভেঙে পড়ে।
এদিকে পুজোর আর মাত্র পক্ষকাল বাকি, এর মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন পুজো পরিচালন সমিতির কর্মকর্তারা।
এছাড়াও এই ঝড়ে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়। বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ঝড়ের তাণ্ডব।