লালা প্রতিনিধি, গণআওয়াজ : হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা জমিয়ত কার্যালয় আল-জামিয়া সকালাপার মাদ্রাসায়।
এই সভায় আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। এদিন জেলা জমিয়তের সভাপতি হিসাবে মৌলানা আলিম উদ্দিন বড়ভুইয়া দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা আলি আহমেদ লস্কর।
জমিয়ত উলামা সম্পর্কে কালিম উদ্দিন বলেন, জমিয়ত উলামা হচ্ছে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার আলেমদের নেতৃত্বে ১৯১৯ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত।
তিনি জানান যদিও এটি ইসলামিক সংগঠন, কিন্তু জমিয়ত উলামা সর্বদা ভারতের সংবিধানকে সম্মান জানায়। সব সময় ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভারতের সংবিধান রক্ষা করতে তারা সব সময় বদ্ধপরিকর।
তিনি আরো জানান, জমিয়ত উলামা কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেন না জমিয়ত উলামার কর্মকর্তারা সর্বদা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন।
এদিনের নির্বাচনের সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত মাওলানা কলিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাইজর দলের কেন্দ্র কমিটির সম্পাদক জহির উদ্দিন, ছাত্র মুক্তির সংগ্রাম সমিতির ফরিদ উদ্দিন প্রমুখ।