আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে বোকা সাজাতে চাইছেন বিধায়ক সিদ্দেক।
এই অভিযোগ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর।
সিদ্দেক আহমেদ সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত স্তরে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে অভিযোগ উত্থাপন করেন, তার জবাবে আমিনুর তার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন।
আমিনুর বলেন, সিদ্দেক ডিলিমিটেশন কমিটির সদস্য, তিনি আগে থেকেই সব জানেন, এখন মেকি কান্না করেছেন।
এছাড়া সিদ্দেক আহমেদ আগে কখনও ডিলিমিটেশন নিয়ে কোনো কথাই বলেননি, তবে এখন কেন কেন দ্বিচারিতা করছেন? প্রশ্ন তুলেন আমিনুর।
বিধায়ক সিদ্দেক একদিকে বিজেপি সরকারকে সমর্থন করছেন, আর অন্যদিকে ডিলিমিটেশন নিয়ে নিজের বিধানসভার মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
জুম্মার নামাজ বাতিল সম্পর্কে সিদ্দেক আহমেদের ভূমিকার সমালোচনা করে আমিনুর বলেন, বিধানসভায় সেদিন সিদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।
রুল সংশোধন করে দীর্ঘদিন থেকে চলে আসা জুম্মার দুই ঘণ্টার বিরতি বাতিল করা হলেও কেন তিনি চুপ ছিলেন?
আমিনুর বলেন, নিলামবাজার জেলা পরিষদ আসনটি বিজেপিকে উপহার দিতেই একটি ব্লু প্রিন্ট তৈরি হয়েছে।
সিদ্দেক আহমেদ এই ব্লু প্রিন্ট অনুযায়ী কাজ করছেন। আগামী ২৬ এর বিধানসভা ভোটে সিদ্দেক আহমেদকে দক্ষিণ করিমগঞ্জের মানুষ তার উচিত জবাব দেবেন বলেও মন্তব্য করেন আমিনুর ।