সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : আর মাত্র পক্ষকাল বাকি দুর্গাপূজার, করিমগঞ্জ শহরে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে জোরকদমে।
মৃৎশিল্পীরাও মূর্তি তৈরির কাজ অনেকটা এগিয়ে এনেছেন, দুর্গাপুজোর পরেই আসছে কালীপুজো।
এই দুর্গাপূজার আবহে করিমগঞ্জে কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী বুধবার শহরের নামকরা ক্লাব রক্তিমাভ তাদের প্যান্ডেল নির্মাণে ভূমি পূজা করবে।
এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রক্তিমাভ ক্লাব।
ক্লাবের মূল কর্তা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজেই এই প্রতিবেদককে রামমন্দির নির্মাণের কথা জানিয়েছেন। এই রামমন্দির হবে এবারের কালীপুজোর মুখ্য আকর্ষণ বলে আশাবাদী বিধায়ক।