নিউজ ডেক্স, গণআওয়াজ : চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরি করে পালানোর সময় ধরা পরল দুই মোবাইল চোর।
এই ঘটনাটি ঘটেছে আজ ভোর আনুমানিক পাঁচটায় 05640 নম্বরের কলকাতা-শিলচর এক্সপ্রেসের ৭নাম্বার কোচে।
ট্রেনটি গতকাল কলকাতা থেকে ছেড়ে শিলচর আসার সময় আজ এই চুরির ঘটনাটি ঘটে।
যাত্রীরা জানিয়েছেন, এব্যাপারে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোন রেসপন্স তারা পাননি।
এছাড়াও আরপিএফও কোন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। পরে তারা নিজেরাই দুই চোরকে পাকড়াও করে আরপিএফ-এর হাতে তুলে দেন।
সেই সময় চোররা নাকি যাত্রীদের জানিয়েছে, আরপিএফ-এর হাতে তাদেরকে তুলে দিলেও কোন লাভ হবে না।
দুই তিন হাজার টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেবে, তাই চুরি করা মোবাইল যাত্রীদের ফেরত দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার আর্জি জানায়।
অন্যদিকে আরপিএফ যাত্রীদের কাছ থেকে কোন এফ আই আর না নিয়েই চোর দুটিকে নিয়ে স্টেশনে নেমে পড়ে।
এনিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।