নিউজ ডেক্স, গণআওয়াজ : পরিচয় গোপন করে বেঙ্গালুরুতে এক মহিলার ঘরে চুরি করে নগদ টাকা, সোনার গহনা এবং অন্যান্য মুল্যবান সামগ্রী নিয়ে কাছাড়ে পালিয়ে এল এক যুগল।
তাদের সন্ধানে বেঙ্গালুরু থেকে পম্পি দাস নামের ওই মহিলা শিলচরে এসে পৌঁছেছেন।
হিন্দু ছেলে এবং একটি মুসলিম মেয়ে মিলিত ভাবে বেঙ্গালুরুতে পম্পি দাসগুপ্ত নামের এক মহিলার ঘরে চুরি করে পালিয়ে যায়।
পম্পি জানান, শিলচর কচুদরং থেকে সন্দীপ দাস নামের একটি ছেলে এবং রূপা নামের একটি মেয়ে বেঙ্গালুরুতে তার বাড়িতে এক মাস বিশ দিন আস্রয় নিয়ে থাকে ।
গত ১১ সেপ্টেম্বর পম্পির ঘর থেকে সোনা গয়না,লেপটপ সহ ত্রিশ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় তারা।
এনিয়ে পম্পি দাসগুপ্ত বেঙ্গালুরু থানায় একটি এজাহার দায়ের করেন।
তল্লাশি করে জানা যায় রূপা নামের মেয়েটির আসল পরিচয় রেহানা বেগম লস্কর সে তার পরিচয় গোপন করে পম্পির বাড়িতে থাকে।
বেঙ্গালুরু থানার অফিসাররা তদন্ত করে জানান পলাতক দুই চোর শিলচরে এসেছে ।
পম্পি দাসগুপ্ত শিলচর সদর থানায় ঘটনার বৃত্তান্ত জানালে ,থানার ওসি বলেন কচুদরং থানায় যোগাযোগ করার জন্য ।
কিন্তু কচুদরং ত্থানায় বিষয়টি জানালে, থানার পুলিশকর্মীরা কুনো ধরনের একশন নেন নি । তাই শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছেন পম্পি দাসগুপ্ত।