গণআওয়াজ প্রতিনিধি, জারইলতলা : আচমকা বন্যায় প্লাবিত হল জারইলতলা। মহালয়া প্রাক্কালে বাড়ি ঘর ছেড়ে মানুষ আশ্রয় নিচ্ছেন অন্যত্র।
এই অনাকাঙ্ক্ষিত বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বড়খলার জারইলতলা বাজারের ব্যবসায়িরা।
জারইলতলা বাজার ঘেষা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে সোমবার রাতের অবিরাম বৃষ্টির জল জমে এমন ত্রাহিমাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নালা দখল নিয়ে ক্ষোভের পারদ ছড়ছে এলাকার জনমনে। বিষয়টি শীঘ্রই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ।
তাদের অভিযোগ বিভিন্ন সময়ে নালা নিস্কাশনের নামে গাস কেটে সরকারি আর্থ হাফিস করা হয়েছে।