মোস্তফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : মহররম উৎসব উদযাপন নিয়ে বুধবার হাইলাকান্দি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলা মহরম কমিটির কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়।
যৌথ এই সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১৭ জুলাই হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে মহরম উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছরের ন্যায়ায় আগামী ১৭ জুলাই বুধবার মুসলিম বিশ্বের সঙ্গে হাইলাকান্দিতেও পালিত হবে বিষাদের উৎসব পবিত্র এই মহরম ।
এদিনের সভায় ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া হাইলাকান্দি জেলায় মহরম উদযাপনের প্রাথমিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
এতে জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনে প্রতিটি থানা এলাকার ও সি এবং আইসিদেরকে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার লীনা দোলে জেলা মহরম কমিটিকে প্রস্তুতি সম্পর্কে জেলার প্রতিটি এলাকার থানার ওসি এবং আইসিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেন।
শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে সবাইকে আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন বড়ভুঁইয়া, সভাপতি নজরুল ইসলাম মিরা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বড়ভূইয়া এবং মূখ্য উপদেষ্টা জাকির হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।
তারা সবাই পবিত্র মহরমের রেলিতে ইসলামিক শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ ডি জে ও হিন্দি গান বর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। জেলার মহরম কমিটির সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন বড়ভূইয়া।