নেশন্যাল ডেক্স, গণআওয়াজ : ২৩শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গঙ্গাপার এলাকার নবাবগঞ্জ রাম জানকী মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মূর্তি চুরি করে নিয়ে যায় চোর।
মন্দির থেকে চুরি হওয়া ভগবানের এই মূর্তিটি শত বছরের পুরনো অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দিরের পুরোহিত মূর্তি চুরির কথা জানতে পেরে গভীরভাবে মর্মাহত হন, খাওয়া-দাওয়া বন্ধ করে দেন।
তিনি প্রতিজ্ঞা করেন, ঈশ্বর ফিরে না আসা পর্যন্ত তিনি এক দানাও খাবার নেবেন না। এরপর ঘটল অবাক হওয়া কাণ্ড, দশ দিন পর হঠাৎ চোর চুরি করা মূর্তি গৌঘাট লিংক রোডে রেখে যায়।
মন্দিরের পুরোহিত জয় রামদাস মহারাজকে বিষয়টি জানানো হয়, তিনি চুরি হওয়া এই একই মূর্তি পেয়ে খুশি হন।
এরপর মূর্তিটি মন্দিরে ফিরিয়ে আনা হয়। ভগবানের মূর্তির সঙ্গে একটি চিঠিও রেখে গিয়েছিল চোর। চোর এমন কিছু লিখেছে যা এখন ভাইরাল হচ্ছে।
চোর তার ক্ষমাপ্রার্থনায় লিখেছে, ‘মহারাজ জি প্রণাম, আমি অনেক বড় ভুল করেছিলাম। অজ্ঞতাবশত আমি গৌঘাট থেকে রাধাকৃষ্ণের মূর্তি চুরি করেছিলাম।
তারপর থেকে আমি দুঃস্বপ্ন দেখছি এবং আমার ছেলের স্বাস্থ্যেরও অবনতি হয়েছে, কিছু টাকার জন্য অনেক নোংরা কাজ করেছি।
প্রতিমা বিক্রির জন্য অনেক কারসাজি করেছি। আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে মূর্তি ফেরত দিচ্ছি।
আমি আপনাকে অনুরোধ করছি আমাকে ক্ষমা করুন এবং প্রভুকে মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করুন। মহারাজ জি আমাদের সন্তানদের ক্ষমা করুন এবং আপনার মূর্তি গ্রহণ করুন।
চোর চুরির কথা স্বীকার করেছে, তার ভুলও স্বীকার করেছে এবং ঈশ্বরের মূর্তি চুরির পর কীভাবে তার পরিবার দুঃখের পাহাড়ের মুখোমুখি হয়েছিল তাও জানিয়েছে। কিন্তু চুরিই চুরি, তাই নবাবগঞ্জ থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। যাতে চোর ধরা পড়ে।