অসীম রায়, গণআওয়াজ লক্ষীপুর : লক্ষীপুর মহকুমার প্রতিটি পূজা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করতে অনুষ্ঠিত হল সভা।
ভারপ্রাপ্ত আধিকারিক ধ্রবজ্যোতি পাঠকের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সহ পূজা কমিটির কর্মকর্তারা।
সভায় প্রতিটি পূজা কমিটিকে প্রশাসনের কাছ থেকে আবেদন পত্রের মাধ্যমে অনুমতি নিতে হবে, পূজা প্যান্ডেলে রাতে পাহারার জন্য পাঁচজন করে সদস্য থাকতে হবে।
অতিরিক্ত সাউন্ড দিয়ে মাইক বাজানো যাবে না, দশমীর দিনে রাত দশটার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে।
এছাড়াও সভায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। সভায় মহকুমার বিভিন্ন প্রান্তের পূজা কমিটির সদস্য সহ সরকারী আধিকারিকরাও উপস্থিত ছিলেন।