কারিমগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক প্ল্যান এস্টিমেট অনুযায়ী সংস্কার করার দাবিতে আয়ুক্তকে স্মারকপত্র দিল করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ।
এই রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল, স্থানে স্থানে গর্তের মিছিল জমে উঠেছে।
স্থানীয় ভুক্তভোগী জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই সড়ক সংস্কারে ৭কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
কাজের বরাত পেয়েছে গুজরাটের একটি নির্মাণ সংস্থা।
কাজ যথারীতি শুরু হলেও প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলেছে করিমগঞ্জ কলেজের ছাত্র ইউনিয়ন।
আজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুস্মিত দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসক প্রদীপ দ্বিবেদির সঙ্গে দেখা করে রাস্তা নির্মাণ যাতে প্ল্যান এস্টিমেট অনুযায়ী হয় এই দাবি জানায়।
পরে সুস্মিত সাংবাদিকদের বলেন, মাত্র সাত কোটি টাকার কাজ স্থানীয় কোনো নির্মাণ সংস্থাকে দিলে ভালো হত।
কিন্তু কেন যে গুজরাটের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে তা বোধগম্য হচ্ছে না।
প্রতিনিধি দলে ছিলেন মো জাকারিয়া, শুভদীপ কংস বণিক, আনসার আহমেদ চৌধুরী, সাহীন আহমেদ, দেবব্রত দেব প্রমুখ।