সম্ভু দাস, শিলাপাথর : রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলাপথারেও পুজোর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রায় পঁচিশটি মণ্ডপে চলছে শক্তির অধিষ্ঠাত্ৰী দেবী দুৰ্গাপূজা শেষ পর্যায়ের প্রস্তুতি। বিভিন্ন কারুকাৰ্য্য এবং রং দিয়ে সু-সজ্জিত করে তুলা হচ্ছে পূজা মন্ডপগুলো।
এনিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন প্রতিটি পূজা কমিটির সদস্যরা। পূজার প্রস্তুতি সম্পন্ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন আয়োজকরা।
এলাকার প্রাচীনতম উপাসনালয় হল চিলাসুতির ঐতিহাসিক শ্রী শ্রী তাম্রশ্বরী আই থান,
অঞ্চলটোৰ পুৰণি পূজাস্থলী ঐতিহাসিক চিলাসূঁতিৰ শ্ৰী শ্ৰী তাম্ৰশ্বৰী আই থান, গেলুৱা আই থান, চিলাগাঁও আই থান, চিলাপথাৰ সাৰ্বজনীন কালীবাড়ী, ভৈৰব বাড়ী দূৰ্গা মন্দিৰ কেধৰি অঞ্চলখনৰ
আঢ়ৈ কুৰি মণ্ডৱ চলিছে শাৰদীয় দুৰ্গোৎসৱৰ ব্যাপক প্ৰস্তূতি। অঞ্চলটোৰ সকলো স্তৰৰ ৰাইজক পূজা উপভোগ কৰিবলৈ নিমন্ত্ৰণ জনাইছে আয়োজক সমিতিয়ে।