গণআওয়াজ প্রতিনিধি, কাটলিছড়া : দক্ষিণ হাইলাকান্দির গল্লাছড়া গ্রামে আশাকর্মী থাকা সত্ত্বেও শুধু এমসিপি কার্ড না থাকায় গর্ভবতী মহিলাদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
বৃহস্পতিবার গ্রামের ভুক্তভোগী পুরুষ মহিলা সহ ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা সভা করে ক্ষোভ প্রকাশ করেন।
তারা জানান, এলাকায় আশাকর্মী এবং এ.এন.এম থাকা সত্ত্বেও বিগত এক বছর ধরে তাদের কোনও দেখা পাওয়া যায়নি।
কেবল তাদের গাফিলতির কারণে গর্ভবতী মহিলারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
টি.টি ইঞ্জেকশন, ভিটামিন, আইরন টেবলেট এবং রুটিন মাফিক চেকআপও করাতে পারছেন না।
ছাত্র সংস্থার সভাপতি ফারুক আহমেদ বড়ভূইয়া এই সমস্যা সমাধানে এক সপ্তাহ সময় দিয়ে বলেছেন, তারা এক নভেম্বর কাঠলীছড়া স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাবেন।