সারিমুল আয়মান, লালা : দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে এক সরকারি কর্মচারীর করা ডাকাতির মামলায় জড়ালেন অভিযোগকারীরা।
এমন এক ঘটনার সাক্ষী হল কাটলীছড়ার অলইছড়া।
দক্ষিণ হাইলাকান্দির এই গ্ৰামের বাসিন্দা মনোয়ার হোসেন লস্কর, একলাস উদ্দিন চৌধুরী এবং বদরুল হুদা লস্কর কিছুদিন পূর্বে দাড়িয়ারঘাট কারিছড়া জিপির জিআরএস-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাসে দূর্নীতির অভিযোগ করেছিলেন।
এর পরই জিপির জিআরএস আবুল কাসিম লস্কর অভিযোগকারী একলাস এবং বদরুলের বিরুদ্ধে কাটলীছড়া থানায় ডাকাতির মামলা করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
রবিবার জিপির শতাধিক সচেতন নাগরিক জিআরএস-এর এই কূটচালের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা জানান তাঁদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি, তারা বলেন GRS এর এই মামলার কারণ একটাই হতে পারে, মিথ্যা মামলা করে এই মামলার ভয় দেখিয়ে মনোয়ার হোসেন লস্কর, একলাস উদ্দিন চৌধুরী এবং বদরুল হুদা লস্করের প্রতিবাদী মুখ বন্ধ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়, এটি তার নতুন একটি পন্থা!
অলইচড়া চতুর্থ খন্ডের গ্রুপ সদস্যার প্রতিনিধি সন্তোস দেব বলেন, সরকার দূর্নীতি বন্ধ করতে চাইছে, কিন্তু কারিছড়া জিপির জিআরএস একাংশের সহযোগিতায় দুর্নীতির প্রতিনিধিত্ব করে আসছেন।
তার অভিযোগ, জমি না থাকা ব্যক্তিদের নামে ভুয়া জমির নথিপত্র দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ সহ একাধিক দূর্নীতি করে চলেছেন জিআএয়াএস আবুল কাসিম।