সুস্মিতা দাস : সুগন্ধি আগর গাছের নাম থেকেই ঐতিহ্যে ঘেরা আগরতলা শহরের নামকরণ। এই শহর প্রাচীন রাজাদের আদি নিবাস, ত্রিপুরার এই শহর জুড়েই রয়েছে রাজাদের বিভিন্ন নিদর্শন।
১৯৪৭ সালে ভারতে অন্তর্ভূক্ত হওয়ার আগে পর্যন্ত এই ত্রিপুরা শাসন করেছিলেন মানিক্য রাজবংশ। প্রায় আড়াই হাজার বছর ধরে এই রাজবংশের ১৮৬ জন রাজা ত্রিপুরা শাসন করেন।
ত্রিপুরার প্রাণকেন্দ্রে আগরতলায় ২০ একর জমির ওপর অবস্থিত রাজবাড়ি প্রাসাদ। যা উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ প্রাসাদ।
জানা গেছে ১৯০১ সালের দিকে তৎকালীন রাজা রাধা কিশোর মানিক্য এই বাড়িটি তৈরী করেন। রাজ প্রাসাদটি খুব পরিস্কার ও পরিচ্ছন্ন।
রাজবাড়ির নিচে এবং উপরে রয়েছে সুন্দর পরিপাটি সাজানো জাদুঘর। জাদুঘরটিতে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রত্নতত্ত্ব এবং চারুশিল্পের অনেক নির্দশন।