রত্নদীপ চক্রবর্ত্তী, গণআওয়াজ ধর্মনগর : শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই চলে এলো আলোর উৎসব দীপাবলি।
আর ত্রিপুরার দীপাবলি উৎসব বা কালী পূজা মানেই শিল্প সংস্কৃতির শহর ধর্মনগর।
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর শহরের কালীপূজা দেখার জন্য রাজ্য বহিরাজ্য এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও লোকজন আসেন।
ধর্মনগরের কালীপুজোয় প্রত্যেকটি ক্লাবই মেতে উঠে উৎসবের মেজাজে। আলোকসজ্জা, পুজো প্যান্ডেল, প্রতিমা ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে আকর্ষণে ভরিয়ে তুলা হয়।
এরমধ্যে ধর্মনগর তথা রাজ্যের সুনামধন্য একটি ক্লাব হচ্ছে ধর্মনগরের বয়েজ ক্লাব। প্রতিবছরই তারা কালী পূজাকে কেন্দ্র করে ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দিয়ে থাকে।
এবছর তাদের কালী পুজোর ৪০তম বর্ষ।
আর এই ৪০তম বর্ষে ধর্মনগরের বয়েজ ক্লাব রাজ্যবাসীকে উপহার দিতে চলেছে বাঁশ দিয়ে তৈরী মৌলিক একটি থিম প্যান্ডেল।
জানা যায়, এবছর তাদের পুজোর বাজেট ২১ লক্ষ টাকা।
স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরী তাদের পুজো প্যান্ডেলে ফুটে উঠেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশের তৈরী বিভিন্ন কারুকার্য।
ক্লাব কতৃপক্ষ জানান, ধর্মনগরের প্রতিভাবান স্থনীয় শিল্পীদের উৎসাহ দিতে প্রতিবছর তারা বহিরাজ্যের পরিবর্তে স্থানীয় শিল্পীদের দিয়ে পুজো প্যান্ডেল ও প্রতীমা তৈরী করে আসছেন, এবারও করছেন।
স্থানীয় শিল্পী সৌভিক সোম ও গৌতম মালাকারের প্রতীভা ফুটে উঠেছে পুজো প্যান্ডেলে।
ক্লাব কতৃপক্ষ জানান, এই পুজোকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে দুস্তদের বস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ অন্যতম।
দূর্গাপূজার শেষে থেকে কালী পূজার শুরু এত কম সময়ের ব্যবধানে অন্য কোনো প্যান্ডেল না এনে নতুন কিছু সৃষ্টি করা অত্যন্ত কষ্টকর এবং চ্যালেঞ্জের ব্যপার।
কিন্তু বয়েজ ক্লাব বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে অত্যন্ত দক্ষতার সহিত অসাধ্যসাধন করে চলেছে এবং ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দিয়ে চলেছে। এবারও তারা নতুন একটি থিম উপহার দিতে চলেছে যার নাম ‘বাঁশের কোলে কালী সাজে’।