রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো মহিলা ও কন্যা সন্তানের অপরাধ সম্পর্কিত এক সচেতনতা সভা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী।
তাছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের সদস্য ডালিয়া সিংহ।
এছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর মহিলা থানার ওসি এবং অফিসাররা সহ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার অঙ্গনওয়ারী স্কুলের শিক্ষিকা এবং চাইল্ড লাইনের কর্মীরা।
জানা গেছে এই সচেতনতা সভার মূল লক্ষ্য হলো ত্রিপুরা রাজ্যের মহিলা এবং কন্যা সন্তানদের অপরাধ মুক্ত করা।
সেদিকে লক্ষ্য রেখেই সভাগুলো করে যাচ্ছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। সভায় দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। সচেতনতা সভায় বিভিন্ন দপ্তর ও সামাজিক সংস্থা থেকে আগতদের উপস্থিতি ছিল লক্ষনীয়।