আব্দুর রহমান, নিলামবাজার : এক থেকে দেড় লক্ষাধিক ভোটে জয়ী হবেন হাফিজ রশিদ, এই দাবী নাগরিক অধিকার মঞ্চের।
তাদের দাবী শুধু মুসলমান নয়, এবারের নির্বাচনে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণির মানুষ সমর্থন করেছেন।
তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নিলামবাজার এলাকার সমাজসেবী তথা প্রবীণ কংগ্রেস নেতা সামছুলবারী চৌধুরী ও দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক।
নিলামবাজারে সাংবাদ সম্মেলন করে এভাবেই নিজেদের অভিমত তুলে ধরেন কেউটকোনা জিপির প্রাক্তন এপি সদস্য মহবুবুর রহমান, স্থানীয় প্রাক্তন শিক্ষক ফারুক আহমেদ।
তারা কংগ্রেস দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার জাতি ধর্ম-বর্ণ সব শ্রেণির মানুষ হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দিয়েছেন।
তাই কংগ্রেস প্রার্থীর জয় শুধু সময়েরই অপেক্ষা মাত্র। তাদের দাবী হাফিজ রশিদ এক লক্ষের বেশী ভোট পেয়ে জয়ী হচ্ছেন।
ত্রিমুখী লড়াই হলে আশঙ্কা ছিল, সংখ্যালঘু ভোট বিভক্ত হলে গেরুয়া শিবিরের ফায়দা হত।
কিন্তু এবার মুসলিম ভোট বিভাজিত হয় নি, পাহাড় অঞ্চল বা খাস জায়গায় বসবাসকারী আংশিক কিছু সংখ্যালঘু আতঙ্কিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন।
এছাড়া ঠিকাদারীর ফায়দা নেওয়ার লোভে বিধায়ক সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ কিছু নেতা বিজেপির পক্ষে প্রচার চালিয়েছেন, কিন্তু মুসলিম ভোটে তেমন প্রভাব পড়েনি। সুতরাং এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে হাফিজ রশিদ জয়ী হচ্ছেন বলে দাবি করেন তারা।