সমস্যার সমাধান না করে কূটকৌশলে চলছে কোচ-রাজবংশী জনগোষ্ঠীকে বিভাজনের চেষ্টা

Spread the love

প্ৰফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙাইগাঁও :

কোচ-রাজবংশীরা জনজাতি করন এবং পৃথক কমতাপুর রাজ্য গঠনের দাবীতে আন্দোলন চালিয়ে আসলেও কেন্দ্ৰ অথবা অসম সরকার আজও কোন পদক্ষেপ গ্ৰহণ করেনি।

বরং কূটকৌশলে কোচ-রাজবংশী জনগোষ্ঠীর সংগঠনগুলোকে বিভাজনের চক্রান্ত করে আন্দোলনকে বানচাল করার চেষ্টা চলছে।

এই অভিযোগ বেশ কয়েকটি কোচ রাজবংশী জনগোষ্ঠী সংগঠনের।

বঙাইগাঁও প্ৰেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেছে কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা, আক্রাসুর ক্ষীতিশ বৰ্মন, অতুল বৰ্মন, সুনাধর রায়, অবিভক্ত গোয়ালপাড়া জিলা আক্ৰাসু এবং কোচ রাজবংশী জাতীয় পরিষদ।

যৌথ সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করে, তৎকালীন কংগ্রেস সরকারের মত বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সমস্যা নিয়ে রাজবংশীদের সঙ্গে একই আচরণ করছে।

২০১৪ সালের লোকসভা নিৰ্বাচন এবং ২০১৬ সালের অসম বিধানসভা নিৰ্বাচনে বিজেপির ভিশন ডকুমেণ্ট ও নিৰ্বাচনী প্রতিশ্রুতির উল্লেখ করে বলেন, বিজেপি বলেছিল সরকার গঠনের ছয় মাসের মধ্যে জনজাতিকরন করা হবে।

কিন্তু কেন্দ্ৰে তৃতীয়বার এবং অসমে দুবার বিজেপি সরকার হলেও প্ৰতিশ্ৰুতি পালন না করা হয়নি। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কংগ্ৰেসের ওপর দোষাচাপিয়ে সমস্যার সমাধান থেকে সরে দাঁড়িয়েছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token