গণআওয়াজ প্রতিনিধি : ধলাই উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে এসে এই মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
প্রাক্তন কংগ্রেসি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পালংঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় এভাবেই তাঁর পুরনো দলকে আক্রমণ করেন।
এনিয়ে ধলাইর সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মুখ্যমন্ত্রীর সভাস্থলেই অনেককে বলতে শোনা গেছে হিমন্ত বিশ্ব শর্মা সহ তাঁর মন্ত্রীসভার অর্ধেকের বেশী মন্ত্রী কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, তাহলে তারাও কি বেটা গরু?
লুটেপুটে খাওয়ার পরও তাদের পেট না ভরার জন্যই কি তাহলে প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে?
এদিন মুখ্যমন্ত্রীর ছাব্বিশের নির্বাচনের আগে ধলাইকে সাজানোর এবং রাস্তার উন্নয়নে পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করার প্রতিশ্রুতিও দেন। কিন্তু অনেকেই এটাকে বেটা গরুর মত বৈতরনি পার হওয়ার এক সহজ প্রতারণা মনে করছেন।