ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : কালাইন বন বিভাগের সহযোগে চলছে বন ধ্বংসের বৃহৎ সিণ্ডিকেট। পাহাড় কেটে বের করা হচ্ছে কাঁকড়া পাথর। এই ঘটনার পর কাটিগড়া যে বন মাফিয়াদের স্বর্গ রাজ্যে পরিণত, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে, বন বিভাগ ছাড়া আর কারা কারা রয়েছে এই বন মাফিয়া সিণ্ডিকেটে? এমন প্রশ্নে উঠে এসেছে একটি নাম ‘নির্মল’।
প্রশ্ন হচ্ছে কে এই নির্মল? কালাইন বন বিভাগই বা এই বন মাফিয়া সিণ্ডিকেটে চালানোর আসপর্দা কোথা থেকে পেল?
উল্লেখ্য, পশ্চিম কাটিগড়ার শিবনগর মেনাম মিখির পুঞ্জির একাধিক পাহাড় কেটে ধ্বংস যজ্ঞ চালাচ্ছে একাংশ বন মাফিয়া।
আর তা দেখেও, না দেখার ভান করে রয়েছে কালাইন বন বিভাগ।
প্রতি দিনে রাতে মেনাম মিকির পুঞ্জির পাহাড়ের গাছ পালা ধ্বংস করে জেসিবি লাগিয়ে কাঁকড়া পাথর বের করা হচ্ছে।
গণ-অভিযোগের পরও নীরব কালাইন বন বিভাগ। বন মাফিয়া নির্মলের সঙ্গে এই বন ধ্বং যজ্ঞে কালাই বন বিভাগ ছাড়া আর কারা জড়িত রয়েছে তা জানতে চোখ রাখুন গণআওয়াজের পর্দায়।