গণআওয়াজ প্রতিনিধি, ধলাই : রাত পোয়ালেই ধলাই বিধানসভার উপনির্বাচন। সাধারণত উপ নির্বাচন শাসক দলের পক্ষে থাকে, কিন্তু ধলাইর উপনির্বাচন এক অন্যমাত্রার আকর্ষণ হয়ে উঠেছে।
শাসক দল আরও দুটা নির্বাচনের মত জোর দিয়ে বলতে পারছে না এই নির্বাচনে তারাই জয়ী হবে।
কারণ ইতিপূর্বেই পদ্ম চিহ্নের টিকিট নিয়ে কাছাড় জেলা বিজেপির সহ সভাপতি অমিয় কান্তি দাস প্রচন্ড বিরোধ করে নিজে প্রার্থী হয়েছিলেন।
যদিও তিনি শেষপর্যন্ত রাজ্য নেতৃত্বের প্রলোভবে প্রার্থীত্ব থেকে সরে দাঁড়ান। কিন্তু গলার কাঁটা হয়ে উঠেছেন হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস।
অনেকেই জ্ঞাত আছেন যে হিন্দুত্ববাদের সাথে বিজেপির একটি ভালো সম্পর্ক রয়েছে।
আর প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দলের প্রাক্তন কর্মকর্তা অমলেন্দু।
বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও কথা বলছেন তিনি। বিশেষভাবে তিনি সোচ্চার হয়েছেন বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে।
ধলাইর বিভিন্ন স্থানে বিনা প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী হওয়া অমলেন্দু দাসের ভালো সম্পর্কও রয়েছে। এক্ষেত্রে অমলেন্দু যে বিজেপির জয়ের গলার কাটা হয়ে উঠতে পারেন তা দলের নেতাকর্মীরা ভাল করেই জানেন।
তাই রাজ্য এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা হলফ করে বলতে পারছেন না এই উপনির্বাচনে বিজেপি প্রার্থীই জয়ী হবেন।
এদিক ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন কংগ্রেস প্রার্থী। কারন, ধলাইয়ে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের পারিবারিক রাজনীতির ছাপ রয়েছে।
তিনি প্রাক্তন কংগ্রেস নেতা দিগেন্দ্র পুরকায়স্থের পুত্র। এছাড়া এবার তাঁর প্রার্থীত্ব নিয়ে দলের মধ্যে তেমন কোন অন্তরকোন্দল নেই।
এদিক থেকে তাঁর ভিত অনেকটাই শক্ত। তবে যা বলার আগামী কাল গণদেবতারাই বলবেন।