প্ৰফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙ্গাইগাঁও : রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন প্রতারক, আসামে বাকি এবং ফাঁকির সরকার চলছে, এই দাবী মীরা বারঠাকুরের।
বঙ্গাইগাওয়ে কংগ্রেস প্রাথির এক নির্বাচনী সভায় মীরা বারঠাকুর জনতাকে প্রশ্ন করেন, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা প্ৰতিশ্ৰুতি দিয়েছিলেন বছরে পাঁচ লাখ চাকরি দেবেন, কিন্তু দিয়েছেন কি?
পনেরো হাজার শূন্য পদের জন্য ৩২ লক্ষ চাকরি প্রত্যাশী পরীক্ষা দিয়েছিল, তারা কি চাকরি পাইছে?
যে সকল নব বিবাহিতদের সোনার নেকলেস দেওয়ার হবে বলা হয়েছিল, তারা কি নেকলেস পেয়েছে?
কংগ্রেস সরকারের দিনে ১০গ্ৰাম সোণার দাম ছিল ২২ হাজার টাকা, এখন এই দশ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা।
কংগ্রেসের সময়ে প্রতিটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪৫০টাকা, এখন প্ৰতিটি সিলিন্ডারের দাম ১২৫০ টাকা।
তাঁর প্রশ্ন এই অতিরিক্ত কালেকশনের টাকা যাচ্ছে কোথায়? নেতা-মন্ত্রী এবং চামচাদের পকেটে!
লোকসভা নিৰ্বাচনের আগে অরুণোদয় প্রকল্পে টাকা দেওয়া এবং লাখপতি বোন দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু কেউ পেয়েছেন?
কিন্তু লাখপতি নয় কোটিপতি হয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার পত্নী রিনিকি ভুইয়া। এভাবেই বঙ্গাইগাঁও বড়পাড়া খেলার মাঠে কুড়ি সহস্ৰাধিক জনতার সামনে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস নেত্রী মিরা বড়ঠাকুর।