গণআওয়াজ প্রতিনিধি, শিলচর : জিরিবামের জাকুড়াডহরে সিআরপিএফের গুলিতে উগ্রবাদী সন্দেহাতিত কুকি সম্প্রদায়ের দশ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ।
প্রাপ্ত খবর অনুসারে সোমবার একদল মার-কুকি বন্দুকধারী স্থানীয় মৈতৈদের দোকান গুলোতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।
এরপর তারা পুলিশ থানায় আক্রমণের চেষ্টা চালায়। সেই সময় পুলিশ এবং সিআরপিএফ তাদের উপর গুলি চালাতে বাধ্য হয়।
এতে দশজনের মত মার এবং কুকি বন্দুকধারী ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় সিআরপিএফ-এর একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
কিন্তু আজ মার এবং কুকি বন্দুকধারীদের মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসার পর দুটি সম্প্রদায়ের লোকেরা দলে দলে এসে জড়ো হন।
তারা জিরিবাম পুলিশের বিরুদ্ধে হায় হায় ধ্বনিতে উত্তাল করে তুলেন গোটা এলাকা। বিক্ষুব্ধদের দাবী, মনিপুর পুলিশ এই দশজনকে আসামের জমিতে এসে হত্যা করেছে।
এদিকে নিহতদের ময়না তদন্ত করাতে মঙ্গলবার দুপুরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও আজ বিকাল পর্যন্ত ময়না তদন্ত না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ময়না তদন্তের জন্য দুঘণ্টা সময় বেধে দিয়ে তারা স্লোগানে পরিবেশ উত্তপ্ত করে তুলেন।