গণআওয়াজ প্রতিনিধি, শিলচর : শিলচরের সাগরিকা রিজেন্সিতে অস্বাভাবিক বিলের প্রতিবাদ করায় অপমানিত হলেন দুই মহিলা।
এই দুই মহিলা ফেইসবুক লাইভে সাগরিকা রিজেন্সির অন্দরের কর্মকাণ্ড তুলে ধরায় নিষিদ্ধ ঘোষণা করে রিজেন্সি ক্যাম্পাসে তাদের ছবি সেটে দেওয়া হয় এবং সামাজিক মাধ্যমেও পোস্ট করা হয়।
এদিকে এই মহিলাদের বক্তব্য, তারা পরিবারের সাথে সেখানে গিয়েছিলেন, বিল নিয়ে প্রতিবাদ করায় তাদেরকে ভেতরে রেখেই লাইট বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে সাগরিকা কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দিলেও মহিলাদের ছবি ক্যাম্পাসের ভিতরে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করার বিষয়টি সভ্যসমাজ মেনে নিতে পারছেন না।
এনিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।