অমৃত পাল, গণআওয়াজ কাঞ্চনপুর : চার বছরের একটি শিশুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কুমারঘাট আশ্রমপল্লী।
শিশুটির নাম পিউষ মালাকার। জানাগেছে, শিশুটি সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন কৈলাশহর জেলা হাসপাতালে।
তাঁকে কৈলাশহরে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।
কিন্তু কবিরাজ নামধারী এক মহিলার নির্দেশে তাঁকে জিবি হাসপাতালে না নিয়ে ওই মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অবশেষে মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এদিকে শিশুটির মৃত্যুর জন্য তাঁর পরিবারের লোকজন সহ স্থানীয়রা ওই মহিলা কবিরাজকেই দায়ী করছেন।