গৌহাটি প্রতিনিধি : আদালতের অনুমতি ছাড়া রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের কোনও বিজ্ঞপ্তি জারি না করার নির্দেশ দিয়েছে গুহাটি হাইকোর্ট।
রাজ্য জুড়ে পঞ্চায়েতের সীমা নির্ধারণকে চ্যালেঞ্জ করে আদালত একগুচ্ছ রিট পিটিশনের শুনানির পর গৌহাটি উচ্চ আদালত এই নির্দেশ দেয়।
উল্লেখ্য, রাজ্য সরকার ঘোষণা করেছিল নতুন সীমাবদ্ধ নির্বাচনী এলাকার সাথে আগামী বছরের ১০ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে।
কিন্তু আদালত সীমা নির্ধারণকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট পিটিশনের ফের শুনানির তারিখ আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
তাই বিচারপতি সৌমিত্র সাইকিয়ার একক বেঞ্চ নির্ধারিত পরবর্তী তারিখ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর নিষেধাজ্ঞা জারী করেছে।
বেঞ্চ শুনানির পর বলেছে, রাজ্য সরকারের হলফনামা এবং আবেদনকারীদের আইনজীবী এব্যাপারে কিছু সময়ের জন্য প্রার্থনা করার পর বেঞ্চ পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল কে কনওয়ার এবং নির্বাচন কমিশনের পক্ষে আর দুবে আদালতকে জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করবে।
কিন্তু বিচারপতি সাইকিয়া আদেশে বলেছেন, এই পরিস্থিতিতে আদালত জরুরী শুনানির ভিত্তিতে পরবর্তী তারিখ আগামী ৯ জানুয়ারি তালিকাভুক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচন এবং প্রজ্ঞাপন জারি করার মধ্যে ৪৫ দিনের সময়সীমা থাকা বাধ্যতামূলক।
এক্ষেত্রে পরবর্তী শুনানির তারিখ নয় জানুয়ারির সাথে নির্বাচন কমিশনের ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রয়োজনীয় সময় থাকবে না।