গণআওয়াজ প্রতিনিধি, হাইলাকান্দি : ভর-রাজভর সমাজকে ওবিসি মর্যাদা দেওয়ায় আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন হরিমোহন রাজভর।
দীর্ঘ আন্দোলনের পর অবশেষে গত ১৬ ডিসেম্বর পিছিয়ে পড়া ভর-রাজভর সমাজকে ওবিসি মর্যাদা প্রদান করে বিজ্ঞপ্তি জারী করেন অসম সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগের কমিশনার।
আজ হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভর-রাজভর রাজ্যিক কমিটির উপসভাপতি হরিমোহন রাজভর।
উল্লেখ্য, রাজ্যে ভর-রাজভর সমাজের প্রায় ৭ লক্ষের অধিক মানুষ রয়েছেন।
দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় ভর-রাজভর সংগঠনের পক্ষ থেকে এই ওবিসি মর্যাদা লাভের জন্য আন্দোলন করে আসছিল।
হরিমোহন রাজভর বলেন, আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন সময় অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহযোগিতা করেছেন।
এরমধ্যে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, মন্ত্রী অতুল বরা, মন্ত্রী কৌশিক রাই, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনার্দন রাজভর ও কেন্দ্রীয় নেতা কৈলাস ভরকেও তাঁদের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানান সংগঠনের রাজ্যিক কমিটির উপ সভাপতি হরিমোহন রাজভর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় ভর ও রাজভর সংগঠনের বিভিন্ন পদাধিকারীরা।