ইম্ফল প্রতিনিধি : মনিপুরে ফের গুলির লড়াই! এবার কেঁপে উঠল ইম্ফল পশ্চিম-কাংপোকপি সীমান্ত এলাকা।
পুলিশ জানিয়েছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার পরিধির একটি গ্রাম থেকে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানান তারা।
কাংপোকপি জেলার সাহেইবুং এবং এল জগনোমফাই থেকে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা ইম্ফল পশ্চিমের তাইরেনপোকপি গ্রামকে লক্ষ্য করে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কিছুক্ষণ পর বন্দুকযুদ্ধ বন্ধ হয়ে যায় জানিয়েছে পুলিশ।