গণআওয়াজ, গৌহাটি : রাজভবন অভিযানে নিহত কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের সু-বিচারের দাবিতে বিক্ষোভের মধ্যে আজ গ্রেফতার হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা।
এদিন কংগ্রেস নেতা রিপুন বরা, উদয় ভানু, সিনিয়র মুখপাত্র রাতুল কলিতা সহ দলের অন্যান্য নেতৃত্বকেও গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে তাদের দশম এপি ব্যাটেলিয়ান কাহিলিপাড়া, গুয়াহাটিতে রাখা হয়েছে।
উল্লেখ, গত ১৮ ডিসেম্বর রাজভবন অভিযানের সময় কংগ্রেস কর্মী মৃদুল ইসলাম মৃত্যু হয়, এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনার তদন্তের নির্দেশ দেন।
আজ যখন কংগ্রেস কর্মীরা আসাম সচিবালয়ের পাশের গুয়াহাটি রাজধানী মসজিদ এলাকাযর কংগ্রেস অফিসে বিক্ষোভ প্রদর্শনের জন্য জড়ো হন সেই সময় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।
এর কিছুক্ষণ পরেই, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড অমান্য করে মিছিল চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
জানাগেছে, ১৮ ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির রাজভবন চলো অভিযানের ফলে বিশৃঙ্খলার কারনে গুয়াহাটি পুলিশ একটি স্ব-মোটো মামলা নথিভুক্ত করেছে।