গণআওয়াজ প্রতিনিধি, কাঞ্চনপুর : অসাধু সরকারী আমলাদের জন্য রাজ্যের উন্নয়নমূলক কাজ থমকে যাচ্ছে।
উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের সাধারণ জনগণ। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায়ও রয়েছেন এরকম অসাধু সরকারী আমলারা।
এরকম লাগামছাড়া অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে কাঞ্চনপুর পূর্ত দপ্তরের বিরুদ্ধে। যার ফলে গ্রামীন সড়কের নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভেঙে গেল রিটেইনিং দেয়াল।
জানাযায়, কাঞ্চনপুর পূর্ত দপ্তরের মাধ্যমে পশ্চিম সাতনালার বিশ্বাসপাড়া গ্রামের গ্রামীন সড়ক নির্মাণ কাজ শুরু হয় দুর্গাপূজার আগে।
এই রাস্তা নির্মাণে কাজের বরাত পান ধর্মনগরের এক ঠিকাদার শংকর চৌধুরী বলে জানিয়েছেন এলাকাবাসী।
কিন্তু, এই ঠিকাদারকে নির্মাণ কাজের এলাকায় তেমন দেখা না গেলেও তদারকিতে রয়েছেন কাঞ্চনপুর শহরের জম্পুই রোডের বিচ্ছিঙা চাকমা।
স্থানীয় জনগণের অভিযোগ, রিটেইনিং ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ করার অভিযোগ তারা এনেছিলেন।
এব্যাপারে তারা কাঞ্চনপুর বিভাগীয় ইঞ্জিনিয়ার কান্তি দেববর্মাকে ব্যবস্থা নেওয়ার দাবী জানালেও তিনি ঠিকাদারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি।
বরং গ্রামবাসীদেরকে ধমকান, বলেন তিনি ইঞ্জিনিয়ার, গ্রামবাসীরা নয়। ভাল খারাপ তিনিই বুঝবেন। বিভাগীয় ইঞ্জিনিয়ারের ধমকের পর গ্রামবাসীরা চুপ হয়ে গেলেও বিপত্তি ঘটে গত বৃহস্পতিবার।
নিম্নমানের কাজের ফলে সড়ক নির্মাণের কাজ চলাকালীন সময়েই ভেঙে যায় এই রিটেইনিং ওয়াল। গ্রামবাসীদের দাবী, দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় এবং বরাত প্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক।
অন্যতায় তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুসিয়ারি দেন। এদিকে বিষয়টি নিয়ে কাঞ্চনপুর পূর্ত দপ্তরের কর্মকর্তাদের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে, তারা কথা বলতে নারাজ প্রকাশ করেন।