গণআওয়াজ প্রতিনিধি, হাইলাকান্দি : সংসদে গৃহমন্ত্রী অমিত সাহের বাবা সাহেব আম্বেদকরকে এবং সংবিধানের বিরুদ্ধে কু-মন্তব্য করার অভিযোগে সারা দেশের সাথে হাইলাকান্দিতেও প্রতিবাদ সাব্যস্ত করল কংগ্রেস।
আজ কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস ভবন এক বিশাল বড় প্রতিবাদী র্যালি বের করেন। র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তি সামনে পৌঁছে।
সেখানে গিয়ে তারা মূর্তিকে দুধ এবং জল দিয়ে শুদ্ধিকরণ করে ফুলের মালা পরান। তারা জানান, দেশের গৃহমন্ত্রী অমিত সাহা আম্বেদকরকে অশুদ্ধ করেছিলেন।
তাই আজ সারা দেশে সঙ্গে হাইলাকান্দি জেলায়ও কংগ্রেস দুধ-জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করেছে। এদিন তারা জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে এব্যাপারে একটি স্মারকপত্রও দেন।
পরে সংবাদ মাধ্যমের সামনে গৃহমন্ত্রী অমিত সাহের প্রতি ক্ষোভ প্রকাশ করে বি আর আম্বেদকরকে অশুদ্ধি করার গৃহ মন্ত্রীর ইস্তফা দাবী জানান। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সহ অন্যান্যরা।