রত্নদ্বীপ চক্রবর্তী, ধর্মনগর : ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে, সক্ষম বেসরকারি সংস্থার উদ্যোগে শ্রবণ অক্ষম মানুষের মধ্যে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে সক্ষমের সহযোগিতায় এগিয়ে আসে ধর্মনগরের রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাব।
অনুষ্ঠানের উদ্বোধ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
উপস্থিত ছিলেন, উত্তর জেলার জেলা শাসক, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল কান্তি নাথ।
সভায় ধর্মনগরে ডিডিআরসি স্থাপনের দাবী জানানো হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময় থেকে এই দাবী জানিয়ে আসার পর কালিদিঘির পারে ডিডিআরসি-র সেন্টারের একটি শাখা করা হয়।
কিন্তু প্রকৃত কাগজপত্রের দাবিদার এখনো ঊনকোটি জেলার কৈলাশহরের উপর ন্যস্ত বলে জানানো উল্লেখ করা হয়।
যতদিন পর্যন্ত ধর্মনগরে স্বয়ংক্রিয়ভাবে ডিডিআরসি সেন্টার করা হচ্ছে ততদিন পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান সংস্থার কর্মকর্তারা। কারন প্রতিবন্ধীরা একটা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য কৈলাশহর গিয়ে সংগ্রহ করা বহু কষ্টসাধ্য।