ইসমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ী : মরিগাঁও জেলার মৈরাবাড়ীর গরিয়াবাড়িতে প্রকাশ্যে এল অরুণোদয় প্রকল্পে ভয়ংকর দুর্নীতি।
গরীব এবং বিকলাঙ্গ মহিলাদের কাছেও হিতাধিকারি বাছাই কমিটির সদস্যদের অর্থ দাবী।
না দিলে তালিকা থেকে নাম কর্তনের হুমকি।
তারই প্রতিবাদে আজ অর্ধশতাধিক বিধবা মহিলা কাপালেন মরিগাঁও পঞ্চায়েত কাৰ্য্যলয়।
অভিযোগ, দরিদ্র বিধবা মহিলারা আগে থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা উপভোগ করে আসছেন, তাদের কাছেও দুই থেকে পাঁচ হাজার টাকা দাবী করছেন হিতাধিকারি বাচাই কমিটির একাংশ সদস্য।
কিন্তু তারা এই অর্থ দিতে অস্বীকার করায় তালিকা থেকে নাম কাটার হুমকি দিচ্ছেন হিতাধিকারি বাচাই কমিটির সদস্য নুর মোহাম্মদ।
তাই আজ এসব বিধবারা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে কমিটির সদস্যদের বিরুদ্ধে শীঘ্রই ব্যস্থা নেওয়ার দাবী জানান।