আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনীববাজার : ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হলো শ্রীভুমী জেলা জমিয়ত উলামায়ে হিন্দের আয়োজিত বিনোদিনীবাজার কেন্দ্রের সবাহী মক্তবের পরীক্ষা।
সর্বভারতীও জমিয়ত উলামায়ে হিন্দের করিমগঞ্জ দীনি তালিম বোর্ড পরিচালিত সবাহী মক্তবের ফাইন্যাল পরীক্ষা বিনোদিনীবাজার মসজিদে কড়া নজরদারিতে সম্পন্নন হয়েছে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক হাফিজ জমির উদ্দিন, খালিদ আহমেদ, শিক্ষক লুকমান আহমেদ, সহিদুল হকরা জানান, শ্রীভুমী জেলা জমিয়ত উলামার দীনি তালিম বোর্ড পরিচালিত সবাহী মক্তবের ফাইন্যাল পরীক্ষা পূর্ব বান্দরকোনার বিনোদিনীবাজার জামে মসজিদ হয়েছে।
শনিবার জমিয়তের পতাকা উত্তলোন সহ বিশেষ মোনাজাতের মাধ্যমে সবাহী মক্তব পরীক্ষার শুভ আরম্ভ হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দিয়ে পরিক্ষা পরিচাওলনা হয়েছে।
বোডের অন্তর্গত মসজিদগুলোর মোট ১১৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কুড়িটি মসজিদের মধ্যে রয়েছে বিনোদিনী বাজার জামে মসজিদ, জকিয়ালা, মাজরগ্রাম, ইসলামবস্তী, বটইয়া, মইনাআলা মসজিদ।