হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : টিকেট যদিও দল দেয়, তবে তা ফিল্ড ভেরীফিকেশনের মাধ্যমে। ভোটার যদি না চায়, তবে শুধু কংগ্রেস নয়, কোন দলই কোন প্রত্যাশীকে টিকেট দিতে চাইবে না।
রবিবার এমনি খাট্টা খাট্টা ভাষায় কংগ্রেস টিকেট প্রত্যাশীদের উড়িয়ে দিয়ে নিজের দূতারা বাজালেন সাহাবাদ-জামিরা জেলা পরিষদের কংগ্রেস টিকেট প্রত্যাশী রফিক উদ্দিন লস্কর।
এক সাক্ষাৎকারে রফিক বলেন, টিকেট কেবল মাঠে, কংগ্রেস ভবনে নয়। তিনি বলেন তার জেলা পরিষদের ৮টি জিপিতে ৮টি সভা করে বুঝতে পেরেছেন টিকেট আর তার জয় অনিবার্য।
এসব সভায় পাঁচ থেকে সাত হাজার জনতার উপস্থিতি দেখে তিনি নিজে যেমন সন্তোষ্ট হয়েছে, তেমনি এই আসনের অন্যান্য কংগ্রেস টিকেট প্রত্যাশীদের ঘুম উবে গেছে দাবী করেন রফিক।
এসব ভিড় দেখে অন্যান্য প্রার্থী প্রত্যাশীরা দিশেহারা হয়ে আবুল-তাবুল বকছেন বলে জানান তিনি।
রফিক তার সমষ্টির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দোওয়া ও আশীর্বাদ কামনা করেন।