দীপন কুমার দাস, কাটিগড়া, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার : সোমবার সকালে ৬ নং জাতীয় সড়কের কাটিগড়া এলাকার হিলাড়া রেলগেইট থেকে এম এল ১১-১৪৭৬ নাম্বারের একটি অল্টো গাড়ি সহ ছয় জনকে আটক করেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন, ডিএসপি কল্যান কুমার দাস, ও কাটিগড়া থানার অসি নব কুমার শইকিয়া।
মঙ্গলবার কাটিগড়া পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৯৯A ধারায় ১৮৪/২২ ধারায় একটি মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে। পরে আদালত আটক ওই ছয় ব্যক্তিকে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন যথাক্রমে কুবাইব আহমদ বড়ভূঁইয়া, সাবির আহমদ, রেহানুজ্জামান বড়ভূঁইয়া, জুনাইদ আহমদ, আবু সাহিন, রবিজুল হক।
কাছাড় পুলিশের কর্মকর্তারা ওই রাতে আরও দুটি ট্রাক আটকও করেন, ট্রাক দুটির মধ্যে একটি ছিলো বি আর ১১ জি বি ৭৩৫৮ নাম্বারের। যেটি শিলচর রামনগর থেকে ভাঙ্গালোহা নিয়ে গৌহাটি অভিমুখে যাচ্ছিল।
অপরটি ০৯ জিবি ৯১৬৫ নাম্বারের একটি কন্টেইনার লরি যেটি আগরতলা থেকে উত্তর প্রদেশের জয়পুর যাচ্ছিল বলে জানাগেছে। ট্রাক দুটি এখনো কাটিগড়া পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে অল্টো গাড়ি সহ যে ছয় জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হিলাড়া রেল গেট সংলগ্ন স্থানে গৌহাটি থেকে বদরপুরের দিকে আসা একটি সুপার গাড়ির সম্মুখে তাদের গাড়ি রেখে সুপার গাড়ি আটকে চালক সহ যাত্রিদের হেনস্থা করছিলো। এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ, আদালত অভিযুক্তদের জেলে পাঠানোর নির্দেশ দেয়।