বহিরাজ্য থেকে ঘরে ফিরার পথে নিখোঁজ আসামের এক ব্যক্তি, উদ্বিগ্ন পরিবারের লোকজন

Spread the love

ইসমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ী থেকে : আবারও বহিরাজ্য থেকে ঘরে ফিরার সময় নিখোঁজ হলেন আসামের এক ব্যক্তি।

গত ১১ দিন ধরে নিখোঁজ জাজরি পাঘালি গ্রামের বাসিন্দা ভূমি হিরা। কর্মসুত্রে হিরা তামিলনাড়ুতে ছিলেন।

পরিবার সুত্রে জানাগেছে তিনি বিহুর দুদিন আগে ঘরে ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন।

কিন্তু অর্ধেক পথ আসার পর ভূমিহিরা আকস্মিক নিখোঁজ হন। তাঁর এই নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজন উদ্বিগ্ন।

ট্রেনে উঠা পর্যন্ত পরিবারের লোকজনদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এমনকি দুই দিনের মধ্যে বাড়ি ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন।

ট্রেনে তাঁর সঙ্গে আরও দুজন লোক রয়েছে বলেও ভুমিহিরা পরিবারের লোকদের জানিয়েছিলেন।

এই দুজন পরিবারের লোকদের জানিয়েছে, হাওড়ায় ট্রেন থেকে ব্যাগ পড়ে গেলে ভুমিহিরা বাউরিয়ায় এসে ট্রেন থেকে নেমে পড়েন।

এদিকে দীর্ঘ এগারো দিন হয়ে গেলেও তাঁর কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন আতঙ্কিত এবং অসহায় হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্ত হয়েছেন।

তাদের কাতর অনুরোধ জানিয়েছেন, কেউ যদি এই ছবির লোকটির সন্ধান পান তাহলে 93953 93187 অথবা 6003668867 নম্বরে যোগাযোগ করতে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token