গণআওয়াজ প্রতিনিধি, ধলাই : রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক পালই বাজারের এক মিস্টির দোকানের মালকিন।
গৃহবধূর এই অন্তর্ধানের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার।
জানাগেছে, ধলাইর পানিভরা জিপির পালই বাজারের মিস্টির দোকানের মালকিন গৃহবধূ শেলী দাস মিস্টির দোকান থেকেই নিখোঁজ।
এব্যাপারে বাজারের মিস্টির দোকানের মালিক শান্তিময় দাস মঙ্গলবার ধলাই থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছেন।
তিনি জানিয়েছেন, তার স্ত্রী শেলী দাস মিস্টির দোকানটি চালাত। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।