গণআওয়াজ প্রতিনিধি, বড়খলা : প্রজাতন্ত্র দিবসের দিন বড়খলার কচুখালে লোমহৰ্ষক হত্যা। মৃত ব্যক্তির নাম সিমন সম্পলি, বয়স ৩৫ বছর। তার বাড়ি কচুখাল বস্তিতে।
জানাগেছে, এক মানসিক বিকারগ্রস্থ লোকের হাতে সে খূন হয়। হত্যাকারী মানসিক বিকারগ্ৰস্ত এই ব্যক্তির নাম ডেবনসন ভাণ্ডারা।
বড়খলা থানার অন্তর্গত কচুখাল পাথরকুয়ারিতে নদীর পারে পরিবারের সাথে বনভোজনে সময় একই গ্রামের মানসিক বিকারগ্ৰস্ত ডেবনসন ভাণ্ডারা তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে য়ায়।
নদীর পারে এই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন বড়খলা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে মরোনোত্তর পরিক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।