ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : কাবুগঞ্জ জনতা কলেজে প্রজাতন্ত্র দিবসের দিন খেলাধুলার সময় দুই দল ছাত্রের মধ্যে মারপিটের ঘটনা সামনে এসেছে।
এদিন কলেজের দুই দলের মধ্যে রশি টানাটানি প্রতিযোগিতায় এক দল বিজয়ী হয়ে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া নিয়ে এই ঘটনার সুত্রপাত হয়।
কয়েক জন যুবক উত্তেজিত হয়ে জয় শ্রী রামর ধ্বনি দেওয়া ওই যুবককে মারপিট করে।
সেই সময় এনসিসি-র গৌর কুমার শর্মা নামের এক যুবক মারপিট থামাতে গেলে তাকেও মারধর করা হয়।
অভিযোগ করা কলেজের অধ্যক্ষের কাছে, খবর পেয়ে ছুটে আসে সোনাই থানায় পুলিশ।
কলেজের অধ্যক্ষ এবং সোনাই থানার এস আইর মধ্যস্থতায় বিষয়টি কলেজেই সমাধান করা হয়।
কিন্তু কলেজ শেষে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকটি যুবক গাড়ি নিয়ে এসে গৌর কুমার শর্মার উপর আবার হামলা চালায় দুষ্কৃতিকারীরা।
এ নিয়ে এনসিসির সিনিয়র বিভাস সিংহ ধলাই থানায় সাহিল লস্কর নামের এক যুবককে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।