ধলাই প্রতিনিধি, গণআওয়াজ : আসাম-মিজোরাম সীমান্তে মিজো দুষ্কৃতকারীদের গুলিতে নিহত আসাম পুলিশের পাঁচ জওয়ানকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানালো ধলাই প্রেসক্লাব।
২০২১ সালের ২১ জুলাই আসামের জমি রক্ষা করতে গিয়ে তারা আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের গুলিতে নিহত হন।
ধলাই প্রেসক্লাবের সদস্যরা ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পাঁচ জওয়ানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিহতদেরকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান।
ধলাই প্রেস ক্লাবের সদস্যরা নিহত জওয়ান মজরুল হক লস্করের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সাথে মত বিনিময় করে মরোনোত্তর সম্মাননা প্রদান করেন।
এদিন তারা মজরুলের সমাধিস্থল পরিদর্শন করে দুমিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সাংবাদিক আমির হোসেন লস্কর, বিবেকানন্দ দাস, রাজীব হোসেন মজুমদার, ভঞ্জন দাশ, দিলোয়ার হোসেন বড়ভূঁইয়া, বিক্রম বিজয় দাশ, সাহান উদ্দিন, প্রীতম নাথ, সাবির আহমেদ মজুমদার, বিক্রম রায় ও সিতু পাঠান প্রমূখ।