হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : সমবায় সমিতির সচিবের দায়িত্ব হস্তান্তর নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে রাজ্যেশ্বরপুরে।
নবনিযুক্ত সচিব জুলফিকার লস্করের হাতে দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকার করছেন সমিতির প্রাক্তন সচিব যীশু কুমার নাথ।
যার ফলে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সমিতির বোর্ড অব ডিরেক্টরের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ৭ ডিসেম্বর মোহাম্মদ আলী জুলফিকার লস্করকে নতুন সচিব হিসেবে অনুমোদন দেন হাইলাকান্দির কোঅপারেটিভের সহকারী রেজিস্ট্রার।
এর পর গত ৯ জানুয়ারি, হাইলাকান্দির খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সহকারী পরিচালক নবনিযুক্ত সচিবকে রেশন সামগ্রী তোলার অনুজ্ঞা পত্র দেন।
এই অনুজ্ঞাপত্র পাওয়ার পর সচিব জুলফিকার রেশন সামগ্রী হিসেবে আটা লিফট করেন। কিন্তু, প্রাক্তন সচিব যীশু কুমার নাথ নতুন সচিবকে তাঁর দায়িত্ব হস্তান্তর অস্বীকার করছেন।
এমনকি তিনি সমিতির গুদামঘরের চাবি নতুন সচিবকে দিচ্ছেন না। এনিয়ে সমিতির কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা আজ সাংবাদিক সম্মেলন করে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবী করেন।
তারা আশাবাদী, সরকারের পদক্ষেপে শিগগিরই এই সমস্যা সমাধান হবে এবং সমিতির কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করা হবে।